পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/
ফরিদপুর পবিসের সদর দপ্তর বোর্ডরুমে কর্মকর্তা কর্মচারীদের সংগে একটি বিশেষ স্টাফ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ ভার্চ্যুয়ালী সংযুক্ত ছিলেন সকল জোনাল / সাবজোনাল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা /কর্মচারীগন।
মিটিং এ:
( ১)প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বকেয়া বিদ্যুৎবিল আদায়, সিস্টেম লস নিয়ন্ত্রণ সহ উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করনের অংগীকার ব্যক্ত করা হয়।
(২) যথাযথ কর্তৃপক্ষের
অনুমোদন ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ না করা,পবিস সার্ভিস কোড পরিপন্থি কোন কাজে,কোন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ না করার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ হন।
(৩) স্ব স্ব সিডিউল মোতাবেক প্রতিদিন কাজের অগ্রগতি অফিস প্রধান /বিভাগীয় প্রধান গনকে হিসাব দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
(৪) অত্র পবিসের কর্মকর্তা /কর্মচারীদের মধ্যে কেহ চলমান শৃংখলা পরিপন্থি আন্দোলনে গমন করবেন না বলে সবাই একমত পোষণ করেন।
পরিশেষে সবাই মনোযোগ সহকারে নিজ নিজ দায়িত্ব পালননের আহবান জানিয়ে সভার মুলতবি করা হয়।
বিনয়াবনত
জিএম ফরিদপুর পবিস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস