Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলমান আইসিটি কার্যক্রম

 আইটি বিষয়ক চলমান কার্যক্রমঃ 


০১. ফরিদপুর  পল্লী বিদ্যুৎ সমিতি এর গ্রাহকের বিলিং কার্যক্রম বিলিং সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হয়।

০২. গ্রাহকের মোবাইলে এসএমএস এর মাধ্যমে বিদ্যুৎ বিলের তথ্য সম্বলিত বার্তা প্রেরণ করা হয়।

০৩. গ্রামীণফোন, রবি, রকেট, বিকাশ, ইউক্যাশ, মাইক্যাশ, শিউরক্যাশ এর মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল আদায় করা হয়।

০৪. স্টোর ব্যবস্থাপনা কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হয়।

০৫. পে-রোল সফটওয়্যারের মাধ্যমে বেতন ও ভাতাদি প্রক্রিয়াকরণ করা হয়।

০৬. অনলাইন পদ্ধতিতে লোড শেডিং এর তথ্য প্রক্রিয়াকরণ করা হয়।

০৭. অনলাইনে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন গ্রহণ করা হয়।

০৮. পবিস এর হার্ডওয়্যারসমূহ সুষ্ঠ ব্যবস্থাপনার স্বার্থে Hardware Management System প্রণয়ন ও বাস্তবায়ন।

০৯. পবিস এর নিজস্ব ফেসবুক পেইজ (https://www.facebook.com/faridpurpbs) এর মাধ্যমে অনলাইন কার্যক্রম চলমান আছে।

১০. বিতরণ ট্টান্সফরমারের লোড স্বয়ংক্রিয়ভাবে সনাক্তকরণের জন্য Transformer Maintenance and Load Management (TMLM) সিষ্টেম বাস্তবায়ন।

১১. বাপবিবোর্ডের  ও পবিস সমূহের সাথে একযোগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনলাইন মিটিং/ট্রেনিং।

১২. পেপারলেস অফিস বাস্তাবায়নের জন্য শতভাগ ই-নথি কা্র্যক্রম চলমান।