১ |
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিত জনাব মোঃ আবুল হাসান জেনারেল ম্যানেজার (চঃ দাঃ) |
শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম |
ইতিমধ্যে ০৬টি উপজেলা যথাক্রমে ফরিদপুর সদর, চরভদ্রাসন, আলফাডাঙ্গা, মধুখালী, নগরকান্দা ও সালথা উপজেলা সমূহ শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং বাকী ০৩টি উপজেলা যথাক্রেমে সদরপুর, বোয়ালমারী, ও ভাঙ্গা শতভাগ বাস্তবায়নের সমাপ্তির পথে রয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয়েছে। এ লক্ষ্যে আরও ১৫,০০০ হাজার নতুন গ্রাহককে সংযোগ প্রদান প্রক্রিয়া চলমান। |
|
২
|
বৈদ্যুতিক লাইন ও উপকেন্দ্রের আপগ্রেডেশন |
২০১৯-২০২০ অর্থ বৎসরে মোট ১০৬৬ কিঃ মিঃ বৈদ্যুতিক লাইন আপগ্রেডেশন করা হবে। তার মধ্যে ৩৫১ কিঃ মিঃ বৈদ্যুতিক লাইন আপগ্রেডেশন করাসহ ০৪টি উপকেন্দ্র ও আপগ্রেডেশন করা হয়েছে। বাকী কাজ চলমান। |
|
|
৩ |
ই-নথি |
দ্রুত ই-নথি ও পেপার লেস কার্যক্রম বাস্তবায়ন চলমান। |
|
|
৪ |
সোলার সেচ পাম্প স্থাপন |
২০২০ সাল নাগাদ ৫০টি সোলার সেচ পাম্প অত্র জেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হবে। ইতিমধ্যে আগ্রহী ৮৫ জন কৃষকের নামের তালিকা প্রস্তুত প্রক্রিয়া চলমান। |
|
|
৫ |
দক্ষ জনশক্তি তৈরী |
মুজিব বর্ষে ০৫টি ব্যাচে ১৫০ জন ভিলেজ ইলেকট্রিশিয়ানকে প্রশিক্ষণ দেয়া হবে। তম্মধ্যে ১ম ব্যাচ এর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং ২য় ব্যাচ প্রশিক্ষণ চলমান। |
|
৬ |
|
আলোর ফেরিওয়ালা কার্যক্রাম |
সকল উপজেলা ও বিভাগের সহযোগিতা প্রয়োজন |
নতুন বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য সেবা দ্রুত প্রদানের জন্য আলোর ফেরিওয়ালা কর্মসুচী অব্যাহত রাখা হয়েছে এবং মুজিব বর্ষে আরও জোরদার করা হয়েছে এবং ২০২০ সাল-কে সেবা বর্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে এবং সে মোতাবেক সেবা প্রদান অব্যাহত আছে। |
|
৭ |
“আমার গ্রাম আমার শহর” বাস্তবায়ন সংক্রান্ত |
সকল উপজেলা ও বিভাগের সহযোগিতা প্রয়োজন |
“ আমার গ্রাম আমার শহর” বিনির্মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হবে । এ উদ্দেশ্যে সেচ, শিল্প ও বাণিজ্যক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ তরাম্বিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার প্রক্রিয়া চলমান। |
|
|
৮ |
উঠান বৈঠাক সংক্রান্ত |
সকল উপজেলা ও বিভাগের সহযোগিতা প্রয়োজন |
অত্র সমিতির ৩,৫৬,৭৫৩ জন সম্মানীত গ্রাহক সদস্যবৃন্দ-কে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের মাধ্যমে সচেতনা বৃদ্ধি ও রাইট অব ওয়ে করণ সংক্রান্ত বিষয়ে সস্প্রতি ৩৯১টি উঠান বৈঠাক করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন, মানসম্মত নিরাপদ বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস