Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিত

জনাব মোঃ আবুল হাসান 

জেনারেল ম্যানেজার (চঃ দাঃ)

শতভাগ বিদ্যুতায়ন

কার্যক্রম

ইতিমধ্যে ০৬টি  উপজেলা যথাক্রমে ফরিদপুর সদর, চরভদ্রাসন, আলফাডাঙ্গা, মধুখালী, নগরকান্দা ও সালথা  উপজেলা সমূহ শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে  এবং বাকী ০৩টি উপজেলা যথাক্রেমে সদরপুর, বোয়ালমারী, ও ভাঙ্গা শতভাগ বাস্তবায়নের সমাপ্তির পথে রয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয়েছে।   এ লক্ষ্যে আরও ১৫,০০০ হাজার নতুন গ্রাহককে সংযোগ প্রদান প্রক্রিয়া চলমান।

 

 

বৈদ্যুতিক  লাইন ও উপকেন্দ্রের আপগ্রেডেশন

২০১৯-২০২০ অর্থ বৎসরে মোট ১০৬৬ কিঃ মিঃ বৈদ্যুতিক লাইন আপগ্রেডেশন করা হবে।

তার মধ্যে ৩৫১  কিঃ মিঃ বৈদ্যুতিক লাইন আপগ্রেডেশন করাসহ ০৪টি উপকেন্দ্র ও আপগ্রেডেশন করা হয়েছে। বাকী কাজ চলমান।

 

ই-নথি

দ্রুত ই-নথি ও পেপার লেস কার্যক্রম বাস্তবায়ন চলমান।

 

সোলার সেচ পাম্প স্থাপন

২০২০ সাল নাগাদ ৫০টি সোলার সেচ পাম্প অত্র জেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হবে। ইতিমধ্যে আগ্রহী ৮৫ জন কৃষকের নামের তালিকা প্রস্তুত প্রক্রিয়া চলমান।

 

দক্ষ জনশক্তি তৈরী

মুজিব বর্ষে ০৫টি ব্যাচে ১৫০ জন ভিলেজ ইলেকট্রিশিয়ানকে প্রশিক্ষণ দেয়া হবে। তম্মধ্যে ১ম ব্যাচ এর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং ২য় ব্যাচ প্রশিক্ষণ চলমান।

 

 

 

 

 

 

আলোর ফেরিওয়ালা কার্যক্রাম

সকল উপজেলা  ও বিভাগের সহযোগিতা প্রয়োজন

নতুন বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য সেবা দ্রুত প্রদানের জন্য আলোর ফেরিওয়ালা কর্মসুচী অব্যাহত রাখা হয়েছে এবং মুজিব বর্ষে আরও জোরদার করা হয়েছে এবং ২০২০ সাল-কে সেবা বর্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে এবং সে মোতাবেক সেবা প্রদান অব্যাহত আছে।

 

“আমার গ্রাম আমার শহর” বাস্তবায়ন সংক্রান্ত

সকল উপজেলা  ও বিভাগের সহযোগিতা প্রয়োজন

“ আমার গ্রাম আমার শহর” বিনির্মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হবে । এ উদ্দেশ্যে সেচ, শিল্প ও বাণিজ্যক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ তরাম্বিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার প্রক্রিয়া চলমান।

 

উঠান বৈঠাক সংক্রান্ত

সকল উপজেলা  ও বিভাগের সহযোগিতা প্রয়োজন

অত্র সমিতির ৩,৫৬,৭৫৩ জন সম্মানীত গ্রাহক সদস্যবৃন্দ-কে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের মাধ্যমে সচেতনা বৃদ্ধি ও রাইট অব ওয়ে করণ সংক্রান্ত বিষয়ে সস্প্রতি ৩৯১টি উঠান বৈঠাক করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন, মানসম্মত নিরাপদ বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে।