পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/
উত্তাল পদ্মার চরে গোধুলী লগ্নে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, চারিদিকে ভাগ্যহত চরের মানুষের জীবন যুদ্ধের কোলাহলে যখন থেমে যেত, নিভু নিভু বাতির আলোতে চরবাসী যখন নির্ভার, নিশ্চুপ তখন পল্লী বিদ্যুতের আলোর ফেরীওয়ালার ডাকে ‘‘ঘরে ঘরে বিদ্যুৎ’’ পাল্টে দিয়েছে অবহেলিত চরবাসীর জীবন। ইতোপূর্বে জেলার ৯টি উপজেলার গ্রীড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা হলেও জেলার ৪টি উপজেলা যথাক্রমে ফরিদপুর সদর, সদরপুর ও চরভদ্রাসন এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আংশিক এলাকা সমূহ নিয়ে ১০ টি ইউনিয়নের ৮৭ টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা কাজটি ছিল অত্যন্ত জটিল ও ঝুকিপূর্ণ। তদুপরি , ৪টি পৃথক সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পদ্মা নদীর তলদেশ দিয়ে এবং ২টি ১০ এমভিএ উপকেন্দ্র এবং ৪৩৭ কিঃমিঃ লাইন নির্মাণ করে সর্বমোট ১৩,৬১৩ জন গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছে যার মাধ্যমে অফগ্রীড এলাকা সহ জেলার ৯টি উপজেলার সকল এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS