Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।


Title
100% electrification in all areas of the district's 9 upazilas, including off-grid areas
Image
Attachments

উত্তাল পদ্মার চরে গোধুলী লগ্নে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, চারিদিকে ভাগ্যহত চরের মানুষের জীবন যুদ্ধের কোলাহলে যখন থেমে যেত, নিভু নিভু বাতির আলোতে চরবাসী যখন নির্ভার, নিশ্চুপ তখন পল্লী বিদ্যুতের আলোর ফেরীওয়ালার ডাকে ‘‘ঘরে ঘরে বিদ্যুৎ’’ পাল্টে দিয়েছে অবহেলিত চরবাসীর জীবন। ইতোপূর্বে জেলার ৯টি উপজেলার গ্রীড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা হলেও জেলার ৪টি উপজেলা যথাক্রমে ফরিদপুর সদর, সদরপুর ও চরভদ্রাসন এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আংশিক এলাকা সমূহ নিয়ে ১০ টি ইউনিয়নের ৮৭ টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা কাজটি ছিল অত্যন্ত জটিল ও ঝুকিপূর্ণ। তদুপরি  , ৪টি পৃথক সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পদ্মা নদীর তলদেশ দিয়ে এবং ২টি ১০ এমভিএ উপকেন্দ্র এবং ৪৩৭ কিঃমিঃ লাইন নির্মাণ করে সর্বমোট ১৩,৬১৩ জন গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছে যার মাধ্যমে অফগ্রীড এলাকা সহ জেলার ৯টি উপজেলার সকল এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে।