Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।


Project Inspection
আসসালামু আলাইকুম,
অদ্য ১৪-১১-২০২৪ ইং তারিখ ফরিদপুর পবিসের আওতাধীন চরভদ্রাসন উপজেলায় “সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালক(অর্থ) জনাব মোঃ সাইদুর রহমান স্যারের উপস্থিতিতে অত্র সমিতির  জেনারেল ম্যানেজার, নির্বাহী প্রকৌশলী মহোদয় সহ  সোলার সেচ প্রকল্পের স্পট পরিদর্শন করা হয় এবং আগ্রহী নতুন কৃষকদের সাথে মতবিনিময় সভা করা হয়। উক্ত সভায় মাঠ পর্যায়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধি, গ্রাহক উদ্ধুদ্ধকরণ সহ  সোলার সেচ কার্যক্রমের গুরুত্ব কৃষকদের মাঝে তুলে ধরা হয়। সোলার সেচ কার্যক্রম গতিশীল রাখতে পরিচালক  মহোদয়  সংশ্লিষ্ট সকলকে  গুরুত্বপূর্ণ  দিক নির্দেশনা প্রদান করেন।